আপনজন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে বিওয়াইসি নেতা ড. মাহরাং বালোচ এবং অন্য নারী কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রাদেশিক সরকারের বিরুদ্ধে ধর্মঘট পালিত হয়েছে। গত সোমবার (৭ এপ্রিল) বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল (বিএনপি-এম) সভাপতি সরদার আখতার মেঙ্গালের ডাকে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় ধর্মঘট পালিত হয়েছে। ডনের খবরে বলা হয়, বিক্ষোভকারীরা যারা ওয়াধ থেকে কোয়েটা পর্যন্ত দীর্ঘ পদযাত্রার পরিকল্পনা করেছিলেন, তারা গত ১১ দিন ধরে লাকপাস এলাকার কাছে অবস্থান ধর্মঘট করছিলেন। এ কারণে প্রশাসন সেখানে কঠোর নিরাপত্তা মোতায়েন করে এবং কোয়েটাকে কালাত এবং রাখশন বিভাগের সঙ্গে সংযোগকারী সুড়ঙ্গটি বন্ধ করে দেয়। সরকারি কর্তৃপক্ষ সরদার আখতার মেঙ্গলকে সতর্ক করে দিয়েছিল যে তিনি এবং অন্যান্য বিক্ষোভকারী কোয়েটা জেলার সীমানায় প্রবেশ করলে তাদের জননিরাপত্তা রক্ষণাবেক্ষণ আদেশ আইনে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া কোয়েটা জেলায় গণজমায়েত নিষিদ্ধ করতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বিএনপি নেতাদের মতে, বেলুচিস্তানের বেশির ভাগ এলাকায় ধর্মঘট পালিত হয়েছে। তারা আরো দাবি করেন, ওয়াধে পুলিশের গুলিতে তাদের দলের চারজন কর্মী আহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct