আপনজন ডেস্ক: আফ্রিকার প্রাচীনতম জাতীয় উদ্যানে অ্যানথ্রাক্সের বিষক্রিয়ায় বহু জলহস্তী মারা গেছে। ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক হলো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্ব অংশে আলবার্টিন রিফ্ট ভ্যালির একটি জাতীয় উদ্যান। এটি ১৯২৫ সালে তৈরি করা হয়েছিল।
রয়টার্স জানিয়েছে, ভিরুঙ্গা জাতীয় উদ্যানে কমপক্ষে ৫০টি প্রাণী মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহগুলো স্থানীয় ইশাশা নদী এবং এর তীরে আটকে পড়েছে, যা ঝুঁকিপূর্ণ। ভিরুঙ্গা জাতীয় উদ্যানের পরিচালক ইমানুয়েল ডি মেরোড মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গণবিষক্রিয়ার কারণ কী তা স্পষ্ট নয়।’ তিনি আরো বলেন, ‘পানি থেকে প্রাণীগুলোর দেহগুলো সরিয়ে নেওয়ার জন্য কর্মীরা কাজ করছেন। প্রবেশপথ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবের কারণে কাজ কিছুটা কঠিন হয়ে পড়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct