মনজুর আলম, মগরাহাট, আপনজন: কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সভা হিলফুল ফুজুল সংগঠন যুগদিয়ার তরফ থেকে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের যুগদিয়া বেনিপুর হসপিটাল মোড়ে। উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাওঃ ওলিউল্লাহ সাহেব, মাওলানা হাবিবুর রহমান, আইনজীবী সারফরাজ আহমেদ, মুফতি আব্দুল কাদের সাহেব, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ সাহেব, মুফতি জলিল সাহেব,হিলফুল ফুজুল সংগঠনের সম্পাদক এইচ এম মারগুবুল ইসলাম সাহেব, সভাপতি মুফতি জাকারিয়া সাহেব সহ স্থানীয় নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct