নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জগৎবল্লভপুর ব্লক কমিটির উদ্যোগে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং যোগ্য শিক্ষকদের চাকরির পুনর্বহালের দাবিতে হাওড়ার বড়গাছিয়া ধর্মতলা থেকে লেভেল ক্রসিং পর্যন্ত একটি মিছিল বের হয়। এই শিক্ষা বাঁচাও-শিক্ষক বাঁচাও সংবিধান বাঁচাও-ওয়াকফ বাঁচাও মিছিলে দলের কয়েকশো সমর্থক পথে নেমে সোচ্চার হন। মিছিল শেষে এক পথসভায় দলের অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ১৪ এপ্রিল কলকাতায় দলের চেয়ারম্যান পীরজাদা নওসাদ সিদ্দিকী যে মহামিছিলের ডাক দিয়েছেন সেখানে সবাইকে সামিল হওয়ার আহবান জানান। মিছিলে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর ব্লকের আহ্বায়ক রিয়াজ মল্লিক, মধ্য হাওড়ার আহ্বায়ক নাসির খান, স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্পাদক সেখ সাবির এবং আইএসএফের স্থানীয় পঞ্চায়েতের জয়ী সদস্যবৃন্দ প্রমুখ।
এদিকে, অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে, রাজ্য সরকারের দুর্নীতির কারণে এসএসসি’র যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদে ও দুর্নীতিগ্রস্তদের চরম শাস্তির দাবিতে গতকাল নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভা এলাকায় বিশাল এক মিছিল বের হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হরিণঘাটা বিধানসভা কমিটি এই মিছিলের আয়োজন করে। মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্বের পক্ষে মহিবুল রহমান ও হরিণঘাটা ব্লকের নেতৃবৃন্দ। মিছিলটি হরিণঘাটা বিডিও অফিস মোড় থেকে ডাকবাংলোর মাঠ পর্যন্ত যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct