রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: হরিহরপাড়ায় বিডিওর নেতৃত্বে সাফাই অভিযান হল। অংশ নিলেন পঞ্চায়েত প্রতিনিধিরা ও ভিআরপি, ভিবিডিসি কর্মীরাও।
মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে একটি প্রশংসনীয় উদ্যোগে দেখা গেলো প্রশাসন ও পঞ্চায়েতের সম্মিলিত প্রচেষ্টা।
বুধবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারের বিভিন্ন অলিগলি ও রাস্তায় অনুষ্ঠিত হল একটি সাফাই অভিযান, যেখানে নেতৃত্ব দেন খোদ হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া । হাতে গ্লাভস পরে তিনি নিজেই রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কার করেন।
এই উদ্যোগে বিডিও-র সঙ্গে ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও আমস তামাং, হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস, উপপ্রধান আরসেলিম মন্ডল, পঞ্চায়েতের দলনেতা আজিজুর রহমান, পঞ্চায়েত সদস্য সেন্টু শেখ ও তসলিম মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন হরিহরপাড়া অঞ্চলের ভিবিডিসি সুপারভাইজার সামিউল ইসলাম সহ অন্যান্য কর্মীবৃন্দ ও ভিআরপি সদস্যরা।
বিডিও সমস্ত ব্যবসায়ীদেরকে সচেতন করেন দোকানের পাশে নোংরা ফেলার জায়গা রেখে দেওয়ার জন্য, এবং ওই জায়গায় নোংরা আবর্জনাগুলো ফেলার নির্দেশ দেন।
এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতার গুরুত্বও তুলে ধরা হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এরকম কর্মসূচির আরও আয়োজনের আহ্বান জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct