সজিবুল ইসলাম ও আসিফ রনি, মুর্শিদাবাদ, আপনজন: ওয়াকফ আইনের প্রতিবাদে বুধবার মুর্শিদাবাদের বহরমপুর শহর সাক্ষী থাকল এক ঐতিহাসিক জমায়েতের। ওলামায়ে হিন্দের ডাকে মুসলিম সংগঠনের সহযোগিতায় টেক্সটাইল মোড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত ক্রমেই বাড়তে থাকে।
ওয়াকফ আইন নিয়ে সম্প্রতি সংসদের উভয় কক্ষে তীব্র বিতর্ক হয়। আইনটি পাশ হওয়ার পর দেশজুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংগঠনের নেতাদের দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকার হরণ করবে। বক্তারা অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে, যা সংবিধান বিরুদ্ধ। এদিনের সভায় মাওলনা নাজমুল হক বক্তব্য দিতে গিয়ে কেন্দ্র সরকার কে একাধিক ভাষায় আক্রমন করে ওয়াকফ বিলের বিরোধিতা করেন সকল বক্তা। একই ভাবে ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতা আব্দুর রাজ্জাক কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠে,বলেন যতক্ষণ পর্যন্ত এই বিল বাতিল হচ্ছে তখন পর্যন্ত আমরা আন্দোল করেই যাবো। প্রয়োজন হলে কলকাতা বা দিল্লির রাজ পথে গিয়ে আন্দোলন করবো।অন্য দিকে বিধায়ক হুমায়ন কবির বলেন আমি ব্যক্তি গত ভাবে আইনজীবী দিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা জন্য প্রস্তুত নিয়েছি।আর এই বিলের বিরুদ্ধে সব রকম আন্দোলনে পাশে থাকবো বলে জানান। বহরমপুর থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সভাস্থলে। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা ও বড় সংখ্যক পুলিশ কর্মী। তবে সভা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জঙ্গিপুরের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেনো না হয় সেই জন্য সকলের কাছে বিশেষ আবেদন জানান আয়োজকদের পক্ষ থেকে তাই সময়ের আগেই সভা শেষ করে দেওয়া হয়। ওলামায়ে হিন্দের নেতৃত্বে আগামী দিনেও রাজ্যজুড়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলন কতদূর গড়ায়, সেদিকে এখন নজর সাধারণ মানুষের।
সভায় উপস্থিত ছিলেন মাওলনা নাজমুল হক,মাওলনা আব্দুর রাজ্জাক,মাওলনা মোজাফ্ফর খান সহ মুসলিম সম্প্রদায়ের একাধিক নেতৃত্ব গণ।
ছবি: সাবের আলি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct