সেখ সামসুদ্দিন, মেমারি, আপনজন: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষ। আগামী ১৮ মে ইসরোর সেন্টারে পৌঁছাবে কুশারী ও সপ্তক । শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ৩১ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে তারা । এই খবরে খুশির হাওয়া তার স্কুল সহ এলাকায়। সপ্তক ও কুশারী’র বাবা মা’র কথায়, ছোটবেলা থেকেই মহাকাশ বিষয়ে আগ্রহ , ভবিষ্যতে তাদের লক্ষ্য বিজ্ঞানী হওয়া। শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। সমগ্ৰ ভারত থেকে দুই লক্ষাধিক ছাত্রছাত্রীর মধ্য থেকে মাত্র ০.১৭৫ শতাংশ সুযোগ পেয়েছে । ৭ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে তারা দুজন। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল অরুণ কান্তি নন্দী বলেন, ‘ছাত্রছাত্রীদের প্রতিভাকে খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, তারই ফল পেলাম। স্কুলের সুনাম বাড়ল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct