আপনজন ডেস্ক: দেশের রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল। বিরোধীদের মতামত ওনার কাছে গুরুত্ব হীন। এই আইন সংবিধান বিরোধী। দেশের অস্তিত্ব সংকটে পড়েছে এই আইন এর ফলে । ওয়াকফ নয়া আইন প্রসঙ্গে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, সিএএ’র মতো এই আইনও ঠান্ডা ঘরে যাবে। গুজরাত, দিল্লী , মহারাষ্ট্রে বলবৎ করতে পারে না কেন্দ্রীয় সরকার। তেমনি এই আইন বলবৎ করতে পারবে না। হিন্দু - মুসলিম এর দাঙ্গা বাধাতে এই আইন এনেছে বিজেপি সরকার। গ্রামে গ্রামে যখন ফিতে ফেলবে জমি মাপতে তখনই বাধায় পড়বে কেন্দ্র সরকার। পাশ হয়ে গেলেও মানুষকে বোঝাতে হবে দেশ বিরোধী আইন নিয়ে। বিজেপি দেশের বিপদ কি ভাবে ডেকে আনছে বোঝাতে আইন বিরোধী সভা জমায়েত উলামা হিন্দের।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই রাজ্যে এই আইন বলবৎ করতে দেবেন না। এইটা তার সদিচ্ছে।
রামলীলা ময়দানে ১০ তারিখ সভা। সব ধর্মের গুরুরা উপস্থিত থাকবেন। মুর্শিদাবাদে আন্দোলনকারী আর পুলিশের খণ্ডযুদ্ধ নিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, বাম আমলেও মার খেতে হয়নি। তাহলে এখন কেনো , পুলিশ লাঠিচার্জ করছে? আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচি করা উচিত ছিল। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। তবে পুলিশের এই আচরণ তাও সঠিক নয়। এদিকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রকাশ্যে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করায় রাজ্যের শাসক দল যে অস্বস্তিতে পড়ল এবং বামেদের সময়ের সঙ্গে তুলনা করায় তা যে ঘাসফুল শিবির কে চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো তাতে দ্বিমত নেই ওয়াকিবহল মহলের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct