নিজস্ব প্রতিবেদক, ভাটপাড়া, আপনজন: এবার মিছিলে ইসরায়েলের পতাকা ব্যবহার করায় অর্জুন সিং - এর বিরুদ্ধে এফ আই এর করলেন বিধায়ক সোমনাথ শ্যাম।রাম নবমী মিছিলে ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল অংশ নেওয়ায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন যে অর্জুন সিং রাম নবমী মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্য দেশ ইসরায়েলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। এতে অশান্তি সৃষ্টি হতেই পারত বলে বিধায়কের দাবি। তাই তিনি অর্জুন সিং - এর বিরুদ্ধে এফ আই আর করেছেন। রামনবমী শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা থাকায় এফ আই আর দায়ের বিধায়কের । গত ৬ই এপ্রিল হয়ে যাওয়া ভাটপাড়ার রামনবমী শোভাযাত্রায় বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের হাতে ইজরায়েলে পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছিল।
আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, রামনবমী শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা উদ্দেশ্য ছিল অর্জুনের বলে তিনি দাবি করেন। তার পাশাপাশি ভারত সহ বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে বলে অভিযোগ তোলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct