সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: গোটা দেশের পাশাপাশি রাজ্যর বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলার ডোমকলে বাবলাবোনা জুম্মা মসজিদে যোহরের নামাজ শেষে ঐতিহাসিক জমায়েত করে মহকুমার বিভিন্ন এলাকা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ হাজির হয় প্রতিবাদ মিছিলে।এদিনের ওয়াকফ সংশোধিত বিলের বিরুদ্ধে
জেলার একাধিক মুসলিম সংগঠনের উদ্যোগে হাজার হাজার জনগণের উপস্থিতে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে বাবলাবোনা জুম্মা মসজিদ প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে মহকুমা বাস স্ট্যাট পর্যন্ত,মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।সেখানে আন্দোলনের নেতৃত্বরা বক্তব্য দেন।পথসভায় বক্তব্য দিতে গিয়ে সাংসদ আবু তাহের খান বলেন কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ঠিক সেই রূপ ওয়াকফ সংশোধিত বিল প্রত্যাহার করতে বাধ্য হবেন তার জন্য যা কিছু করার করবো আমরা,ইতি মধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে,আমরা সর্বদা এই বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছি তুলে যাবো।পার্লামেন্টের ভিতরের বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি।
একই ভাবে ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন আমরা এদিন কোনো ব্যানার দেখিনি আমাদের ধর্মীয় সম্পত্তি রক্ষা করার লড়াই,তাই আমরা সকল ধর্মের মানুষের উপস্থিতে ঐতিহাসিক প্রতিবাদ মিছিল ও সভা করা হয় ওয়াকফ বিলের বিরুদ্ধে।অন্য দিকে মাওলনা আব্দুর রাজ্জাক বলেন ওয়াকফ সংশোধিত বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু ডোমকলের রাজ পথ থেকে এই আন্দোলন আগামী দিনে গোটা দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে,আর ওয়াকফ বিল বাতিল করতে বাধ্য হবে কেন্দ্রে বিজেপি সরকার। বিশিষ্ট সমাজসেবী খোন্দকার ওমর ফারুক বলেন আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে আন্দোলন করতে হলেও পিছু পা হবনা।মাওলনা মোজাফ্ফর খান বলেন যতক্ষণ পর্যন্ত এই কালা আইন বাতিল না হচ্ছে তখন আমরা রাস্তায় মেনে আন্দোলন করতে থাকবো বলেও হুশিয়ারি দেন।
অন্য দিকে মাওলনা নাজমুল হক বলেন বিজেপি সরকার মুসলিম বিরোধী আইন ছাড়া অন্য কিছুই করতে পারে না।আর মুখে শুধু মুসলিম দরদী ভাষণ দিচ্ছে কিন্তু একটা মুসলিম সাংসদ পার্লামেন্টে পাঠায় নি।
তাদের যে মুসলিম বিদ্বেষমূলক মনোভাব কোনো দিন বাস্তবায়িত হতে দিবো না ।
এদিনের প্রতিবাদ মিছিলে হাজারে হাজারে মানুষ পায়ে পা মেলান।এখন দেখার আদতে কি কৃষি বিলের মত প্রত্যাহার করতে বাধ্য হয় কি কেন্দ্র সরকার।প্রধান মন্ত্রী মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহের ছবি নিয়েও মিছিলে স্লোগান উঠে মোদি ও অমিত সাহ হটাও দেশ বাঁচাও,বিজেপি হটাও দেশ বাঁচাও বলেও রাজ পথ কেঁপে উঠে।