আপনজন ডেস্ক: সুপার কাপ ২০২৫-এর প্রতিযোগিতার সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সামনে চলে এসেছে সুপার কাপের সূচি। এবার নকআউট ফরম্যাটে খেলা হবে এই টুর্নামেন্ট। আর প্রথম দিনই মাঠে নামতে চলেছে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।
কিন্তু আই লিগ শেষ হয়ে গেলেও আইনি জটিলতায় আইলিগ চ্যাম্পিয়নের নাম এখনও ঘোষণা করা যায়নি। ফলে, আই লিগ কারা সুপার কাপে খেলবে, তা এখনও পরিষ্কার নয়।
এদিকে সোমবার, সুপার কাপের সূচি প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে যে এই টুর্নামেন্ট খেলা হবে, তা আগে থেকেই পরিষ্কার ছিল। আর এবার সম্পূর্ণ সূচিটি সামনে চলে এসেছে। উল্লেখ্য, আইএসএল শেষ হচ্ছে আগামী ১২ এপ্রিল। আর তারপরেই ২০ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ।
এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ৩মে। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামতে চলেছে সবুজ মেরুন এবং লাল হলুদ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। অপরদিকে, আই লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে।
যদিও আই লিগের চূড়ান্ত ফলাফল এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে মোহনবাগানের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে রিয়াল কাশ্মীর এফসির।
এদিকে আবার মহামেডানকে রেখেই সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। আর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জয় পায়, তাহলে আগামী ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল।
কিন্তু আই লিগের প্রথম এবং দ্বিতীয় স্থানে কোন দুটি দল থাকবে? কারণ, নামধারীর বিরুদ্ধে ইন্টার কাশীর তিন পয়েন্টের আবেদন আপাতত অ্যাপিল কমিটির সিদ্ধান্তের জন্য আটকে আছে। জানা যাচ্ছে, আগামী ২৮ এপ্রিল এই ইস্যুতে একটি শুনানি হবে।
সুপার কাপের সম্পূর্ণ সূচিঃ
২০ এপ্রিল: কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (দুপুর ৪.৩০ মিনিট)
২০ এপ্রিল: মোহনবাগান বনাম আই লিগের তৃতীয় ক্লাব (রাত ৮টা)
২১ এপ্রিল: এফসি গোয়া বনাম আই লিগের দ্বিতীয় ক্লাব (দুপুর ৪.৩০টা)
২১ এপ্রিল: ওড়িশা এফসি বনাম পাঞ্জাব এফসি (রাত ৮টা)
২৩ এপ্রিল: বেঙ্গালুরু এফসি বনাম আই লিগের প্রথম ক্লাব (দুপুর ৪.৩০টা)
২৩ এপ্রিল: মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়ান এফসি (রাত ৮টা)
২৪ এপ্রিল: নর্থইস্ট ইউনাইটেড বনাম মহমেডান (দুপুর ৪.৩০টা)
২৪ এপ্রিল: জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি (রাত ৮টা)
২৬ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল
২৭ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল
৩০ এপ্রিলQ: ২টি সেমিফাইনাল
৩মে: ফাইনাল
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct