আপনজন ডেস্ক: ফুটবলের বাইরে অন্যান্য জগতেও সাবলীল বিচরণ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। ব্যবসায়ী হিসেবেও এরই মধ্যে বেশ খ্যাতি জুটেছে তাঁর। নানা ধরনের ব্যবসার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রোনাল্ডোর হোটেল ব্যবসাও আছে। বিভিন্ন সময় বিলাসবহুল হোটেল ব্যবসার কারণে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি।
সম্প্রতি আরও একবার হোটেল ব্যবসার কারণে সংবাদের শিরোনাম হলেন রোনাল্ডো। যদিও কারণটা একেবারে ভিন্ন। এবার রোনাল্ডো শিরোনামে এসেছেন মূলত তাঁর মালিকানাধীন হোটেলে আগুন লাগায়।
গত শনিবার মরক্কোর মারাকেশে রোনাল্ডোর হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা। তবে অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও জানিয়েছে তারা।
এদিকে মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুন লাগাটির ঘটনাটি খুব বেশি বড় ছিল না। পাশাপাশি হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং ইমার্জেন্সি দলও বেশ ত্বরিত প্রতিক্রিয়া দেখিয়েছে।
যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।
মারাকেশে রোনাল্ডোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সব মিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct