বাইজিদ মন্ডল , উস্থি, আপনজন: অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড সম্প্রতি ২০২৫ এপ্রিলের শুরুতে সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী গুলিকে ইসলামিক মূল্যবোধ, ধর্ম ও শরিয়ত, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর উপর একটি গুরুতর আঘাত বলে ঘোষণা করেছে। । আর সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে মগরাহাট এক নম্বর ব্লক ফ্ল্যাটারনীটি মুভমেন্ট, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ,জমিয়তে উলামায়ে হিন্দ, মিল্লি ইত্তেহাদ কমিটি সহ এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ঘোলার মিলন মোড় থেকে উস্থি পর্যন্ত কয়েক কিলোমিটার পেয়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন। পরবর্তীতে মগরাহাট এক নম্বর ডেভেলপমেন্ট অফিস (বিডিও) এর কাছে ওয়াকফ বিল বাতিলের দাবিতে গণ ডেপুটেশন দেন। তার পর উস্থি হাট এলাকায় শান্তিপূর্ণ ভাবে এক প্রতিবাদ সভা করেন। এখানে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মোল্লা রাজ্য সভাপতি ফ্র্যাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ, ডা. মশিহুর রহমান
আমিরে হালকা জামায়াত ই হিন্দ পশ্চিমবঙ্গ, অধ্যাপক ডা: জাহান আলি পুরকাইত সাধারণ সম্পাদক
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ,
মাওলানা এ এফ এম খালিদ
সম্পাদক জামায়াত ই ইসলামি হিন্দ, ফরিদুল হক সরদার ব্লক নাজিম জামায়াত ই ইসলামি হিন্দ, মাস্টার মনিরুল হক ব্লক সভাপতি জমিয়তে উলামায়ে হিন্দ, নূরনবী সরদার ব্লক সভাপতি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট আব্দুল মোমেন হালদার, মোঃ সুজাউদ্দিন মোল্লা ব্লক দায়িত্বশীল জমিয়েতে উলামায়ে হিন্দ, মাওলানা সাইফুদ্দিন সাহেব ব্লক সভাপতি ইমাম পরিষদ, সমাজসেবী এ কে এম গোলাম মোর্তজা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি ও মুসলিম ধর্মপ্রাণ সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct