এম মেহেদী সানি , বনগাঁ, আপনজন: ওয়াকফ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা মাওলানা সওবান সিদ্দিকী। তিনি সংশোধিত নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে সবাইকে দল-মত-মসলক ইত্যাদি ভুলে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রবিবার রাতে বনগাঁর মতিগঞ্জে অনুষ্ঠিতব্য ৮১তম ঐতিহাসিক ঈসালে সাওয়াব অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে তিনি ওই আহ্বান জানান।
তিনি যুবকদের উদ্দেশ্যে প্রয়োজনে আল্লাহ্র সম্পত্তি হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকার শপথ নেওয়ার আহ্বান জানান। পীরজাদা মাওলানা সওবান সিদ্দিকী বলেন, ওয়াকফ সম্পত্তি, কারও বাবার সম্পত্তি নয়। আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ। তিনি জাতীয় নাগরিক পঞ্জি ‘এনআরসি’, সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি ‘এনপিআর’-এর প্রসঙ্গে উল্লেখ করে বলেন, এসবের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল নাগরিকত্বের, অস্তিত্বের লড়াই। কিন্তু ওয়াকফ সম্পত্তি বেদখল করার করার বিরুদ্ধে আমাদের আন্দোলন হল ঈমানের অস্তিত্বের লড়াই।
তিনি উপস্থিত বিশাল জনতার উদ্দেশ্যে সাফ বলেন, শরীয়তের উপর আঘাত এলে, দ্বীনের উপর আঘাত আসলে, তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হতে হবে। মুসলিমদের ঐক্যের উপর জোর দিয়ে তাবলীগ, বেরেলি, আহলে হাদীস, জামাতে ইসলামী, ফুরফুরা ইত্যাদি যার সঙ্গেই যুক্ত থাকুন না কেন, কওমের স্বার্থে ‘মসলক যার যার, ইসলাম সবার’ এই ঐক্যমঞ্চে থাকতে হবে বলেও মন্তব্য করেন পীরজাদা মাওলানা সওবান সিদ্দিকী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct