আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ফেটে পড়েছে গোটা বিশ্ব। পৃথিবীর নানা প্রান্তে ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-সমাবেশ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।
বাংলাদেশের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছেন। দেশের ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার পোস্ট করে ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’
ফিলিস্তিনিদের জন্য আল্লাহর সহায়তা চেয়ে পোস্ট দিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফিলিস্তিনের পতাকা পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষক, সাহায্যকারী, সমর্থক এবং শক্তিদানকারী হোন।’
এর আগে গতকাল গাজায় হামলার একটি প্রতীকী ছবি পোস্ট করে আল্লাহর সাহায্য কামনা করেছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ। কদিন আগে ওয়ানডেকেও বিদায় জানানো মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন। হে করিম, হে রহমানুর রহিম, সাহায্য করুন, সাহায্য করুন। হে আল্লাহ আপনি আমাদের রক্ষক। আপনি তাদের রক্ষা করুন এবং তাদের জয়ী করুন আমিন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct