সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাম নবমী উপলক্ষে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় বিভিন্ন সম্প্রদায়ের এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে শান্তি কমিটির মিটিং করা হয়। শুধু মিটিং করেই ক্ষান্ত হয়নি পুলিশের পক্ষ থেকে বাইক রেলি পদযাত্রা এবং পথসভার মাধ্যমে সম্প্রতি বজায় রাখার আহ্বান জানাতে বাজার সহ গ্রাম এলাকায় ঘুরে ঘুরে প্রচার অভিযান চালানো হয় শনিবার। রবিবার তারই ফলপ্রসূ হিসেবে সম্প্রীতির ছবি ধরা পড়ে রাম নবমীর শোভাযাত্রা ঘিরে লোকপুর অঞ্চলের মানুষের মধ্যে। তৃণমূল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে রাম নবমীর শোভাযাত্রা লোকপুর গ্রাম পরিক্রমা করে। কোথাও পার্টির পক্ষ থেকে কোথাও মন্দির কমিটির পক্ষ থেকে সরবত, লাড্ডু, ঠান্ডা পানি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের তরফে পৃথক পৃথক ভাবে সুকুমার নন্দী ও উজ্জ্বল দত্ত এক সাক্ষাৎকারে বলেন প্রশসানিক সহযোগিতায় লোকপুর অঞ্চলের মানুষের সঙ্গে সম্প্রতি বজায় রেখে রাম নবমীর শোভাযাত্রা সুষ্ঠ ও সুন্দরভাবে পালিত হয়। পুলিশ প্রশাসনের উদ্যোগে রাম নবমীর লাইসেন্স পাওয়া গেছে এবছর আসছে বছর আরো ভালো ভাবে পালন করা হবে আশা করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct