নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে মোদি সরকারের ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে এরাজ্যে আন্দোলনের রূপরেখা ঘোষিত হয়েছে। শনিবার এক প্রেস বিবৃতিতে ল বোর্ডের পক্ষে যে ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবায়নের জন্য রবিবার কলকাতায় এক বৈঠকে বসেন নব নিযুক্ত সদস্য মাওলানা কামরুজ্জামানের নেতৃত্বে একঝাঁক মুসলিম ব্যক্তিত্ব।
রবিবার রাজ্যের প্রথম সারির বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক আন্দোলনের রূপরেখা ঘোষণা হয়। সেখানে বলা হয় আগামী ৯ এপ্রিল কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে রাজ্যের সমস্ত প্রথম সারির মুসলিম সংগঠনের নেতৃত্ব, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধি ও দলিত আদিবাসী এবং অন্যান্য সংখ্যালঘু সাম্প্রদায়ের সমাজকর্মী-বুদ্ধিজীবীদের নিয়ে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরো বলা হয় জেলায় জেলায় সংগঠিত ভাবে বিক্ষোভ ও মিছিল করে জেলাশাসক ও মহাকুমা শাসকের দপ্তরে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করা হবে। জেলায় জেলায় সংগঠিতভাবে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার আহ্বান জানানো হয়। রাস্তা বা ট্রেন অবরোধ করে সাধারণ মানুষের কষ্ট দিয়ে আন্দোলন না করার আহ্বান জানানো হয়। মোটরসাইকেল র্যালি না করার উপরেও জোর দেয়া হয়। সভা থেকে আগামী ৯ এপ্রিল বেলা ২ টায় কোলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে রাজ্যের সমস্ত মুসলিম সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ করার আবেদন জানানো হয়।
এদিন উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন,জামায়াতে ইসলামীর সাদাব মাসুম, অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের মুফতি আব্দুল মাতিন সাহেব, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, জমিয়াতুল আইম্মা অল ওলামার হাফেজ সিদ্দিকুল্লাহ ,ঐকতান পরিষদের মাওঃ আমিনুল আন্বিয়া, ইমাম সংগঠনের নেতৃত্ব মিজানুর রহমান, হাফেজ জাভেদ আলি, অল ইন্ডিয়া তৌহিদী জনতার মাওঃ হাবিবুর রহমান প্রমুখর।
মহঃ কামরুজ্জামান আরও জানান আজ প্রথম পর্যায়ে সমস্ত সংগঠন এবং দায়িত্বশীলদের আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু রামনবমীর মিছিল থাকায় অনেকে উপস্থিত হতে পারেনি দ্বিতীয় দফায় আগামী ৯ এপ্রিল আবার সবাইকে বৈঠকে বসার আহ্বান জানাবো। আশা রাখছি রাজ্যে সঙ্ঘবদ্ধভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। ব্রিগেড সমাবেশ করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct