আসিফা লস্কর, মগরাহাট, আপনজন: সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জমিয়েত উলেমায়ে হিন্দের কর্মী সমর্থকরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। রবিবার দুপুরে মগরাহাট স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে মগরাহাট ২ নং ব্লক জমিয়েত উলেমায়ে হিন্দের কর্মী সমর্থকরা অবরোধ করে। কেন্দ্রে বিজেপি সরকার দেশের ওয়াকফ বিলকে সংশোধন করার জন্য নতুন আইন পাশ করে দেশের লোকসভা ও রাজ্যসভায় ভোটের মধ্যে বিজেপি সংখ্যা গরিষ্ঠতার জেরে ওয়াকফ সংশোধিত বিল পাশ হয়ে যায়। রাষ্ট্রপতি নতুন ওয়াকফ সংশোধিত বিলে সই করে শনিবার। ওয়াকফ সংশোধিত বিল পাশ হওয়ার ফলে দেশের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাতে থাকে। নতুন সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রবিবার দূপুর ১১ টা থেকে মগরাহাট রেল স্টেশনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদহ ডায়মন্ড হারবার লাইনে প্রায় ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মগরাহাট ২ নং ব্লক জমিয়েত উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ওলিউল্লা সাহেব জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ওয়াকফ সংশোধিত বিল পাশ করিয়ে সংখ্যালঘু মুসলমানদের মাদ্রাসা, খানকা, মসজিদ, কবরস্থান কেড়ে নিতে চাইছে। ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহর সম্পত্তি তা রক্ষা করা আমাদের দায়িত্ব। যে কোন মূল্যে ওয়াকফ সম্পত্তি আমরা রক্ষা করবো তার জন্য আগামীদিনে জমিয়েত উলেমায়ে হিন্দের ডাকে কলকাতায় সভা ডেকে তা সফল করার জন্য সকল মানুষকে আহবান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct