মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: এক পাত্র ঠান্ডা জল আর আলিঙ্গন—এই দুটি উপাদানই যেন হারিয়ে যাওয়া সৌভ্রাতৃত্বকে ফিরিয়ে আনল করণদিঘীর রাস্তায়। উৎসব ছিল রামনবমীর, কিন্তু ভালোবাসার সেতুবন্ধ তৈরি করল দুই ধর্মের মানুষ।
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের টুঙ্গীদিঘী ও বিকোর মোড়ে দেখা গেল এক বিরল দৃশ্য—শেরশাহবাদিয়া বিকাশ পরিষদ করণদিঘী অভ্যর্থনা কমিটির মুসলিম সদস্যরা রাস্তার ধারে দাঁড়িয়ে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী হিন্দু ভক্তদের হাতে তুলে দিচ্ছেন জলের বোতল, বিনিময় করছেন শুভেচ্ছা, আর কখনো কখনো আলিঙ্গনে জানাচ্ছেন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। পাঁচ হাজারের বেশি ভক্তের হাতে জলের বোতল তুলে দেওয়া হয়েছে—এই তথ্য জানালেন পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ বিন তুঘলক, মনসুর আলী এবং আবুল কালাম। তাঁরা বলেন, “এই রামনবমীর দিনে আমরা শুধু জল দিইনি, দিয়েছি একটুকরো ভালোবাসা, সম্প্রীতির ছোঁয়া।”
মিছিলের পথচলার মাঝে ভক্তদের মুখে ছিল প্রশান্তির হাসি। কেউ কেউ থেমে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কেউ আবার আলিঙ্গনে জড়িয়ে ধরলেন মুসলিম ভাইকে। এক যুবক বলেন, এটাই তো আসল ভারত।
এই উদ্যোগ যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল ধর্মীয় সহাবস্থানের। করণদিঘী আজ শুধু একটি ব্লক নয়, এটি হয়ে উঠেছে সম্প্রীতির প্রতীক—যেখানে জল একমাত্র তৃষ্ণা মেটায় না, মেটায় হৃদয়ের খরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct