আপনজন ডেস্ক: প্রিমিয়ার লিগে হারতে কেমন লাগে ভুলতে বসেছিল লিভারপুল। আজ লন্ডনে ফুলহাম সেই স্বাদ উপহার দিল লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দলটিকে। ঘরের মাঠে ১৪ মিনিটের এক ঝড়ে লিভারপুলকে লন্ডভন্ড করা ফুলহাম জিতেছে ৩-২ গোলে। ২৬ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলেও এখনো লিভারপুল নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে।
ব্যবধানটা ১৪ পয়েন্ট করে নেওয়ার সুযোগ হারানো লিভারপুল আজ ম্যাচের প্রথম গোলটি পেয়েছিল। ১৪ মিনিটে অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার এগিয়ে দেন লিভারপুলকে। এরপর অবশ্য লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতা সুযোগ নিয়ে ঝড় বইয়ে দেয় ফুলহাম। ২৩ থেকে ৩৭—এই ১৪ মিনিটে গোল করে ফুলহামকে ৩-১ গোলে এগিয়ে দেন রায়ান সেসেগনন, অ্যালেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ।
এরপর লিভারপুল ফিরে আসার প্রবল চেষ্টা করেও মাত্র একটি গোলই শোধ করতে পারে। ৭২ মিনিটে লুইস দিয়াজ ব্যবধানটা ৩-২ করার পর ফুলহামের রক্ষণে গিয়েই বারবার খেই হারিয়ে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।
সাত ম্যাচ হাতে রেখে আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে, এই তথ্যটাই শুধু লিভারপুলের জন্য ইতিবাচক খবর এই সময়ে। মৌসুমের শুরুতে দুর্দান্ত খেলা দলটি মৌসুমের শেষ ভাগে ফর্ম হারিয়ে ফেলা দলটি যে শুধু বাজে খবর উপহার দিচ্ছে সমর্থকদের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে পিএসজির কাছে হেরে বিদায়। লিগ কাপের ফাইনালে নিউক্যাসলের কাছে হার। লিভারপুলের কী হলো কী জানে!
সাউদাম্পটনের লজ্জার রেকর্ড
টটেনহামের কাছে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে সাউদাম্পটন। ৩১ ম্যাচে এটি সাউদাম্পটনের ২৫তম হার। মাত্র ১০ পয়েন্টই পেয়েছে দলটি। সাত ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়নশিপে অবনমিত হয়ে রেকর্ডও গড়ে ফেলেছে সাউদাম্পটন। এর আগে প্রিমিয়ার লিগে দুটি দল ছয় ম্যাচ হাতে থাকতেই অবনমিত হয়—১৯৯৪-৯৫ মৌসুমে ইপসউইচ ও ২০০৭-৮ মৌসুমে ডার্বি। শেষ সাত ম্যাচে আরও ১ পয়েন্ট না পেলে আরেকটি রেকর্ডও ভেঙে ফেলবে দলটি। ২০০৭-০৮ মৌসুমে অবনমিত হওয়ার পথে পুরো মৌসুমে মাত্র ১১ পয়েন্ট পেয়েছিল ডার্বি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct