আপনজন ডেস্ক: ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের নির্দিষ্ট কিছু ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। এ বছরের হজযাত্রা শেষ হওয়ার আগে মুহূর্ত থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ভিসা স্থগিতের মধ্যে রয়েছে উমরাহ ভিসার পাশাপাশি ব্যবসা ও পারিবারিক ভ্রমণ ভিসা। যথাযথ নিবন্ধন ছাড়া কেউ যাতে হজ পালনের চেষ্টা করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে, কূটনৈতিক ও হজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। সৌদি কর্মকর্তারা বলেছেন, অনেক বিদেশি নাগরিক ওমরাহ বা ভ্রমণ ভিসায় দেশটিতে প্রবেশ করছেন এবং তারপরে সরকারি অনুমোদন ছাড়াই হজে অংশ নিতে অবৈধভাবে অবস্থান করছেন।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হজ যাত্রা সুষ্ঠু ও সুরক্ষিতভাবে পরিচালনার নিশ্চয়তা দিতে কঠোর ভিসা বিধি প্রয়োগের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে বিদেশি নাগরিকরা শুধু ১৩ এপ্রিল পর্যন্ত উমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই সময়সীমার পর হজ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো উমরাহ ভিসা দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ১৪টি দেশ হল- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং আরও একটি দেশ। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা নিষেধাজ্ঞার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। এই পদক্ষেপটি ২০২৪ সালের দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে হজের সময় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছিল, যাদের মধ্যে অনেকেই অননুমোদিত তীর্থযাত্রী ছিলেন। এছাড়া, আগের বছরগুলোতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মরশুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়।
দ্বিতীয়ত, ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সাময়িক পদক্ষেপ ভ্রমণ নীতিমালা আরও সুসংগঠিত করতে এবং হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে। তারা সব ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যেন কোনো ধরনের জটিলতা বা শাস্তির মুখে পড়তে না হয়। সৌদি কর্তৃপক্ষ বিশ্বাস করে যে অনিবন্ধিত হজযাত্রীদের হজে অংশ নেওয়ার সীমাবদ্ধতা থাকবে এবং জীবন রক্ষা করতে সহায়তা করবে। হজযাত্রীদের গাইড করতে ১৬টি ভাষায় হজ ও উমরাহর ডিজিটাল গাইডও চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগটি সুরক্ষা উন্নত করতে এবং তাদের ধর্মীয় যাত্রায় তাদের জন্য একটি মসৃণ অভিজ্ঞতা প্রদানের বৃহত্তর প্রচেষ্টার অংশ। এছাড়া হজের সময় কেউ অবৈধভাবে অবস্থান করলে সৌদি আরবে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা। হজে যেতে চাইলে সবাইকে নিয়ম মেনে সঠিকভাবে নিবন্ধন করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ১৪টি দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা হঠাৎ করেই স্থগিত করে সৌদি আরব। সেই দেশগুলি হল আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্দান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিশিয়া ও ইয়েমেন। সেই নিয়ম অনুসারে সৌদি জানিয়েছিল ১৪টি দেশের পর্যটকরা সর্বোচ্চ ৩০ দিনে একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারতেন। এখন তা আর পারবেন না।
তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও উমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct