আপনজন ডেস্ক: অর্থনৈতিক অগ্রগতিতে বড় সাফল্য দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, জিএসটিতে চার হাজার কোটি টাকারও বেশি আয় করেছে পশ্চিমবঙ্গ, যা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বলেছেন, রাজ্য নিজস্ব সম্পদ সংগ্রহের প্রচেষ্টায় অবিচ্ছিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং ২০২৪-২৫ আর্থিক বছরে জিএসটি সংগ্রহে ১১.৪৩ শতাংশ বৃদ্ধি অর্জন করেছে, যা জাতীয় স্তরের চেয়ে ২ শতাংশ বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪-২৫ আর্থিক বছরে পশ্চিমবঙ্গে আগের বছরের তুলনায় ৪,৮০৮ কোটি টাকা বেশি জিএসটি আদায় হয়েছে।
বাংলার এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, আনন্দের সাথে জানাচ্ছি, পশ্চিমবঙ্গ তার নিজস্ব সম্পদ সংগ্রহের প্রচেষ্টায় অবিচ্ছিন্নভাবে অগ্রগতি করছে, যা ২০২৪-২৫ অর্থবছরের শেষে সংকলিত আর্থিক ফলাফল থেকে স্পষ্ট। ২৪-২৫ সালে জিএসটিতে আমরা আগের বছরের তুলনায় ৪,৮০৮ কোটি টাকা বেশি সংগ্রহ করেছি, যা ১১.৪৩% বৃদ্ধি দেখায়। এটি জাতীয় স্তরের (৯.৪৪ শতাংশ) চেয়ে ২ শতাংশ বেশি এবং এটি আমাদের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ আর্থিক শক্তির প্রমাণ।
বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন, রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটিতে নথিভুক্ত দলিলের সংখ্যা ষাট হাজার বেড়েছে, যা আমাদের বাজারের গতিশীলতা দেখায়। এই প্রেক্ষাপটে ২৪-২৫ অর্থবছরে আদায় আগের বছরের তুলনায় ১,৯০৮ কোটি টাকা বেশি, যা ৩১.০৫ শতাংশ বৃদ্ধি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এ সব প্রমাণ করে আমরা আত্মনির্ভরতা ও আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি এবং আমাদের প্রশাসন বাংলার মানুষের কল্যাণে রাষ্ট্রীয় অর্থকে সুসংহত করতে আন্তরিক।
তিনি রাজ্যের অর্থ দফতর এবং সকলকে সহযোগিতা করার জন্য অভিনন্দন জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct