মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। প্যান্ডেল ডেকোরেশন সাজিয়ে ভোজের আয়োজন করে খাওয়া-দাওয়াও হল। কিন্তু বিয়ে হলো না। এমন নজির বিহীন ঘটনাটি ঘটেছে নলহাটি থানার ভদ্রপুর গ্রামে। কারণ মেয়ের উপযুক্ত বয়স না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে সেই বিয়ে বানচাল হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে পুলিশ প্রশাসনের লোকজন দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। দু’পক্ষের উদ্যোগে সামাজিক অনুষ্ঠান করে বিয়ের আয়োজন হয়। শনিবারের দিন ভদ্রপুর গ্রাম থেকে নলহাটি থানার খিদিরপুর গ্রামে মেয়ে পক্ষের বাড়িতে বর যাত্রী নিয়ে বিয়ে যাওয়ার কথাও হয়েছিল। কিন্তু মেয়ের বিয়ের জন্য উপযুক্ত বয়স না হওয়ায় গায়ে হলুদ ও থুবড়োর দিন অভিযোগ পেয়ে প্রশাসনের লোক জন বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ রাখার জন্য সতর্ক করেন। একই সঙ্গে বরপক্ষের বাড়িতে খবর দেওয়া হয়।মেয়ের ১৮ বছর বয়সের আগে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখার কথা জানানো হয়। তবুও নাকি দু’পক্ষ চুপি সাড়ে বরের বাড়িতে বউ এনে বিয়ে দিচ্ছেন বলে ফের অভিযোগ যায় প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের লোক জন তড়িঘড়ি ভদ্রপুর গ্রামে বরের বাড়িতে হানা দেন। এখন প্রশ্ন উঠছে, বিয়ে যদি বন্ধ করাই হলো। তাহলে বরের বাড়িতে ভোজের আয়োজন কেন। এ ব্যাপারে বর পক্ষের আত্মীয় জানান যেহেতু কেনাকাটা করে বিয়ের আয়োজন হয়েছে। আত্মীয়-স্বজন এসেছে। যাতে খাবার নষ্ট না হয়। তার জন্য ভোজের খাবার খাইয়ে দেওয়া হয়েছে। যখন বয়স পুজে যাবে। তখন বিয়ে হবে বলে জানান। তবে প্রশাসনের অভিযানে চাপে পড়ে বয়স না হওয়া পর্যন্ত দু’পক্ষ বিয়ে দেবেন না বলে লিখিত দেন। সেখানে উপস্থিত ছিলেন আইনী পরিষেবা আধিকারিক, নলহাটি ২ নং ব্লক যুগ্ম আধিকারিক, সহ নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct