আপনজন ডেস্ক: রিয়াল মাদ্রিদ ১: ২ ভ্যালেন্সিয়া: রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০০তম লা লিগা ম্যাচ। এক গোল করার পরও মাইলফলকের সেই ম্যাচটাকে নিশ্চিত মনে রাখতে চাইবেন না ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ে গোল খেয়ে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল । আর সেই হারে সবচেয়ে বড় দায়টা যে তাঁরই। ১৩ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেছেন পেনাল্টি মিস করে।
ভিনিসিয়ুসের দুর্বল শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি ফিরিয়ে দেওয়ার ২ মিনিট পরেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। দিয়েগো লোপেজের দারুণ এক কর্নার থেকে হেড করে গোল করেন মুকতার দিয়াখাবি।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল সমতায় ফেরে ৫০ মিনিটে। এই গোলটির উৎসও কর্নার। লুকা মদরিচের কর্নার জুড বেলিংহাম হয়ে আসে ভিনিসিয়ুসের কাছে। ব্রাজিল উইঙ্গার সমতা আনতে ভুল করেননি। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করা রিয়াল গোল খেয়ে বসে যোগ করা সময়ের ৫ মিনিটে। রাফা মিরের দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করে বদলি খেলোয়াড় উগো দুরো।
এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুবিধা করে দিল রিয়াল। ৩০ ম্যাচে পাঁচটিতে হারা রিয়ালের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট। আজ রাতে রিয়াল বেতিসকে হারালে ব্যবধানটা ৬ করে ফেলবে বার্সেলোনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct