রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের দুর্নীতির ফলে বাতিল হওয়া ২৬,০০০ চাকরির প্রতিবাদে এবং জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল সিপিআইএম।
শনিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এদিন হরিহরপাড়া বাজারে পথসভা করেন। এদিন মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।তাদের দাবি, যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদের চাকরি অবিলম্বে বহাল রাখতে হবে। একইসাথে, ওয়াকফ বোর্ড বিলকে সংখ্যালঘুদের অধিকারে হস্তক্ষেপ বলে উল্লেখ করে বিল প্রত্যাহারের জোর দাবি তোলেন বক্তারা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের অধিকার রক্ষায় তারা রাজপথে থাকবে এবং এই আন্দোলন আরও জোরদার হবে আগামী দিনে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য ইনসার আলী বিশ্বাস , কমরেড সঞ্জয় ঘোষ, হরিহরপাড়া এরিয়া কমিটির সম্পাদক জহুর আলী, সহ হরিহরপাড়া এরিয়া কমিটির নেতৃবৃন্দরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct