সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: কালীবাড়ি ভক্তবৃন্দের পরিচালনায় শ্রী শ্রী রামনবমী উৎসব অনুষ্ঠিত হল উলুবেড়িয়া কালীবাড়ির মাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
শনিবার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ২২নং ওয়ার্ডের কালীবাড়ির মাঠে কালীবাড়ি ভক্তবৃন্দের পরিচালনায় শ্রী শ্রী রামনবমী উৎসব অনুষ্ঠিত হল।রামনবমী উৎসব উপলক্ষ্যে দু:স্থ ব্যক্তিদের মশারী তুলে দেওয়া হয়। এরপর রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়ের হাত ধরে রাম পূজার শুভ উদ্বোধন হয়। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস,কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি তথা উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল,সহ:সভাপতি গৌতম বোস,সহ:সম্পাদক গৌতম রায়,কাউন্সিলর রঘুনাথ দে প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct