আপনজন ডেস্ক: ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন তিন মুসলিম নেতা। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর সাংবিধানিক বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এবং কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদের সঙ্গে এবার যোগ দিলেন দিল্লির বিধায়ক আমানাতুল্লাহ খান। কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ এই বিল নিয়ে প্রথম আদালতের দ্বারস্থ হন। সংশোধনীটি পরীক্ষা করে দেখা যৌথ সংসদীয় কমিটির সদস্য, জাভেদ তার আবেদনে যুক্তি দিয়েছিলেন যে নতুন বিধানগুলি মুসলমানদের জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে, সম্পত্তি নতুন করে ওয়াকফে নথিভুক্ত করার বিষয়ে বিধিনিষেথধ আরোপ করা হয়েছে যা ইসলামী আইনশাস্ত্রের ভিত্তিতে নয়। এর পরেই আসাদউদ্দিন ওয়াইসিও এই বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানান এবং তার একদিন পরেই আম অদমি পার্টির বিধায়ক আমানাতুল্লা খান শীর্ষ আদালতে যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct