আপনজন ডেস্ক: জুম্মার নামাজের সময় কালো ব্যাজ পরে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫-এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার কর্তৃপক্ষ ২৪ জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। তাদের প্রত্যেককে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ২ লক্ষ টাকার বন্ড জমা দিতে বলেছে।
পুলিশ সূত্রে খবর, এই ২৪ জনকে গত ২৮ মার্চ রমজানে মুজাফফরনগরের বিভিন্ন মসজিদে মসজিদে জুমার নামাজের সময় হাতে কালো ব্যাচ পরে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। তারপর নোটিশ পাঠায় সিটি ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে পুলিশ সুপার (শহর) সত্যনারায়ণ প্রজাপত শনিবার সাংবাদিকদের বলেন, এই ঘটনায় ২৪ জনকে নোটিশ দেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ আরও কয়েকজনকে চিহ্নিত করেছে। যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল তারা বলেছিলেন যে তারা কেবল গণতান্ত্রিক উপায়ে তাদের প্রতিবাদ দেখানোর জন্য কালো ব্যাজ পরেছিলেন। পুলিশের রিপোর্টের ভিত্তিতে সিটি ম্যাজিস্ট্রেট বিকাশ কাশ্যপ তাদের প্রত্যেককে ১৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, দু’লক্ষ টাকার বন্ড জমা দেওয়ার জন্যও নোটিশ জারি করেছেন। যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে তারা অবশ্য জানাচ্ছেন, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ দেখাতে কালো ব্যাচ পরেছিলেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে ওয়াকফ বিলে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। এদিকে, ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। দুই কক্ষে পরপর দু’দিন ম্যারাথন চর্চার পর বিলটি পাশ হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের দুটি কক্ষেই জানিয়েছেন, এই আইন মুসলিমদের বিরুদ্ধে নয়। প্রায় ১২ঘন্টা বিতর্কের পর বুধবার গভীর রাতে লোকসভায় ২৮৮-২৩২ ভোটে বিলটি পাশ হয়। তার একদিন পরে ১৩ ঘন্টারও বেশি সময় ধরে চলা বিতর্কের পর রাজ্যসভায় পাশ হয় বিল। ১২৮ জন সাংসদ পক্ষে ভোট দেন। ৯৫ জন বিরোধিতা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct