আপনজন ডেস্ক: উভয় কক্ষে ম্যারাথন বিতর্কের পরে সংসদে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ আইনটি পাস হয়। তার কয়েকদিন পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ (সংশোধনী) বিলে সম্মতি দিয়েছেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, যাতে পাস হওয়া ওয়াকফ (সংশোধনী) বিলে সম্মতি দেওয়ার আগে তিনি ক্ষতিকর দিক উপলব্ধি করতে পারেন। রাষ্ট্রপতির সঙ্গে সেই অ্যাপয়েন্টমেন্টের আগেই ওয়াকফ বিলে সই করে সম্মতি দিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য, প্রায় ১৭ ঘণ্টার আলোচনার পর বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভায় বিলটির পক্ষে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে। ১৩ ঘণ্টার ম্যারাথন বিতর্কের পর চলতি সপ্তাহের শুরুতে লোকসভায় বিলটি পাস হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct