আপনজন ডেস্ক: তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে দুই দিন ধরে আটকে আছেন লন্ডন থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটের আড়াইশর বেশি যাত্রী। এই যাত্রীদের বেশির ভাগই ভারতীয়। শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এয়ারলাইনটির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত ২ এপ্রিল এক আরোহীর ‘জরুরি চিকিৎসাজনিত’ কারণে লন্ডন থেকে মুম্বাইগামী ভিএস ১৩৫৮ ফ্লাইটটি তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে উড়োজাহাজে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, যা এখনো মেরামতের জন্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
ভার্জিন আটলান্টিকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পেলে আজ (শুক্রবার) দিয়ারবাকির বিমানবন্দর থেকে ফ্লাইট ভিএস ১৩৫৮ পুনরায় মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করবে।’
তিনি আরও বলেন, ‘যদি অনুমোদন না মেলে, তাহলে যাত্রীদের বাসে করে অন্য একটি তুর্কি বিমানবন্দরে নেওয়া হবে, যেখান থেকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct