আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে, ইসরায়েলের ১৩ জন আইনজীবী দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে যুদ্ধাপরাধের তদন্তের দাবি জানিয়েছেন। তারা শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের ১৩ জন আইনজীবী সম্প্রতি ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভ-মিয়ারা এবং সামরিক বাহিনীর আইনজীবী ইফাত তোমের-ইয়ারুশালমির কাছে চিঠি পাঠিয়ে গাজার দ্বিতীয় দফা সামরিক অভিযানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের সঠিক তদন্ত দাবি করেছেন। তারা মনে করেন, গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এবং ঘটনার বিবরণ অনুযায়ী, এই অভিযানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
এই চিঠি পাঠানোর পর, ইসরায়েলের দৈনিক হারেৎস প্রতিবেদনে জানিয়েছে যে, আইনজীবীরা গ্যালি বাহারাভ-মিয়ারা এবং ইফাত তোমের-ইয়ারুশালমির দপ্তরে আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করেছিলেন, তবে উভয় দপ্তরের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার পর, গাজায় সেনা অভিযান শুরু হয়। এরপর ১৫ মাসের পর, ২০২৫ সালের জানুয়ারিতে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, কিন্তু মার্চ মাসে হামাসের সঙ্গে মতানৈক্য হওয়ায় আবারও সামরিক অভিযান শুরু হয়।
গাজার সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৯,০০০ ফিলিস্তিনি নিহত হন। ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু হওয়ার পর, ১৭ দিনে ১,০০০ এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই দীর্ঘ ও মারাত্মক সংঘর্ষে গাজার জনগণের উপর যে মানবিক বিপর্যয় ঘটেছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct