আপনজন ডেস্ক: স্লোভাকিয়ায় ভাল্লুকের হামলায় এক ব্যক্তির মৃত্যু হলে দেশটির এক-চতুর্থাংশ ভাল্লুক নিধনের পরিকল্পনার অনুমোদন দিয়েছে সরকার। দেশটির মন্ত্রিসভায় ইতোমধ্যে পরিকল্পনাটি পাশ হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ সংরক্ষণবাদীরা। খবর বিবিসির।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর পপুলিস্ট-জাতীয়তাবাদী সরকার মন্ত্রিসভায় ঘোষণা করেছে, দেশে আনুমানিক ১৩০০ বাদামি ভাল্লুক রয়েছে। তাদের মধ্যে ৩৫০ ভাল্লুক হত্যা করা হবে। পরিবেশবিদ ও বিরোধী দল ‘প্রগ্রেসিভ স্লোভাকিয়া’র ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মিখাল ভিয়েজেক বলেছেন, ‘এটি সম্পূর্ণ অযৌক্তিক।’ সরকারের দাবি, সম্প্রতি বেশ কয়েকজন মানুষ ভাল্লুকের হামলার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা এমন একটি দেশে বসবাস করতে পারি না, যেখানে মানুষ বনাঞ্চলে যেতে ভয় পায়। ভাল্লুক শিকারের অনুমতি দিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ জরুরি অবস্থা দেশটির ৭৯ জেলার মধ্যে ৫৫টি জেলায় ঘোষণা করা হয়েছে। পার্লামেন্ট সদস্য মিখাল ভিয়েজেক বিবিসিকে বলেন, পরিবেশ মন্ত্রণালয় এই সুরক্ষিত প্রজাতির ওপর নজিরবিহীন শিকার চালিয়েও ভাল্লুকের আক্রমণ কমাতে ব্যর্থ হয়েছে।
স্লোভাকিয়ার পুলিশ বুধবার নিশ্চিত করেছে, গত রোববার রাতে মধ্য স্লোভাকিয়ার ডেটভা শহরের কাছে একটি বনে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তিনি ভাল্লুকের আক্রমণে মারা গেছেন। ময়নাতদন্তে দেখা গেছে, তার শরীরে ভাল্লুকের আক্রমণের ক্ষত রয়েছে। ২০২৪ সালের মার্চে বেলারুশের ৩১ বছর বয়সি এক নারী উত্তর স্লোভাকিয়ায় ভাল্লুকের ধাওয়া খেয়ে গিরিখাতে পড়ে মারা যান। কয়েক সপ্তাহ পর ভাইরাল হওয়া একটি ভিডিওতে নিকটবর্তী লিপটোভস্কি মিকুলাস শহরের দিনের আলোতেই একটি ভাল্লুককে দৌড়াতে দেখা যায়। ভাল্লুকটি গাড়ির পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে এবং ফুটপাথে থাকা মানুষদের দিকে ঝাঁপিয়ে পড়ছে। পরে কর্তৃপক্ষ দাবি করে যে তারা ভাল্লুকটিকে হত্যা করেছে। তবে পরিবেশবিদরা পরে জানান, স্পষ্ট প্রমাণ রয়েছে যে গুলিবিদ্ধ ভাল্লুকটি মূল ঘটনায় জড়িত ছিল না। পরিবেশমন্ত্রী টমাস তারাবা বুধবার জানান, স্লোভাকিয়ায় বর্তমানে ১৩ শতাধিক ভাল্লুক রয়েছে। ৮০০ ভাল্লুকের সংখ্যা যথেষ্ট বলে তিনি মনে করেন। কারণ ভাল্লুকের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে, স্লোভাকিয়ায় ভালুকের সংখ্যা মোটামুটি স্থিতিশীল রয়েছে।
এ প্রজাতির ভাল্লুক কার্পাথিয়ান পর্বতমালাজুড়ে দেখা যায়। অর্থাৎ রোমানিয়া থেকে পশ্চিম ইউক্রেন হয়ে স্লোভাকিয়া ও পোল্যান্ডে এ ভাল্লুকের দেখা মেলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct