আপনজন ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় সফরের পর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির ঠিক পরদিনই নভেম্বরে ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান বুদাপেস্টে। ওই আমন্ত্রণের পরেই কি গৃহীত হয়েছিল এই সিদ্ধান্ত না এটি ছিল এক বহুমাত্রিক কূটনৈতিক হিসাব-নিকাশের ফসল?
২০০২ সালে যখন রোম সংবিধির মাধ্যমে আইসিসি আত্মপ্রকাশ করে, তখন হাঙ্গেরি ছিল তার অন্যতম অগ্রদূত। অথচ আজ এই দেশই প্রথম ইউরোপীয় রাষ্ট্র হিসেবে সেই একই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পথে।
যদিও আইসিসির সাথে সংশ্লিষ্ট ১২৫টি দেশের- যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত- গ্রেফতারি পরোয়ানার অধীনে থাকা নেতানিয়াহুকে আটক করে হেগের আদালতে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু হাঙ্গেরির এই সিদ্ধান্ত যেন আন্তর্জাতিক আইনের এক প্রচলিত ধারা থেকে সরিয়ে দিচ্ছে দেশটিকে, তুলে ধরছে এক নতুন বাস্তবতা।
এই পদক্ষেপ কি নিছকই এক কূটনৈতিক বার্তা, নাকি বৃহত্তর রাজনৈতিক সমীকরণের পূর্বাভাস?—সময়ের পর্দা হয়তো ধীরে ধীরে উন্মোচিত করবে সেই রহস্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct