আপনজন ডেস্ক: মার্চে নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে অবদান রেখেছেন জ্যাকব ডাফি। পাঁচ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেলেন ডাফি। দীর্ঘদেহী এই পেসার এখন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকে ভালো করতে থাকায় র্যাঙ্কিংয়ে তরতরিয়ে ওপরের দিকে উঠে আসছিলেন ডাফি। গত সপ্তাহে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন শীর্ষ পাঁচে। আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে চার স্পিনার ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে চূড়ায় উঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্স। ২১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন সিয়ার্স। পাকিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। গত মাসে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচ না থাকলেও বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। দুজনই এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৫ ও ১৯ নম্বরে আছেন। অফ স্পিনার মেহেদী হাসান আগের অবস্থান ১৩ নম্বরেই আছেন। ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা আট নম্বরে উঠে এসেছেন টিম সাইফার্ট। নিউজিল্যান্ডের এই ওপেনার পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর আজম নেমে গেছেন নয় নম্বরে। শীর্ষ ত্রিশে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই। এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো বদল আসেনি। যথারীতি সবার ওপরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। সাকিব আল হাসানের সুবাদে এক সময় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ওপরের দিকেই থাকত বাংলাদেশের নাম। এখন শীর্ষ ত্রিশেও বাংলাদেশের কোনো অলরাউন্ডার নেই। দলীয় র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে পাঁচে নামিয়ে চারে উঠে এসেছে কিউইরা। পাকিস্তান আছে আগের মতোই সাত নম্বরে। বাংলাদেশ আছে নয় নম্বরে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct