আপনজন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্ধারিত অবসরের চার দিন আগে বৃহস্পতিবার গুপ্তাকে জাবি উপাচার্যের পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল। গুপ্তকে সরানোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তিনি জাবি ক্যাম্পাসে সহিংসতা ঠেকাতে ব্যর্থ হন এবং চ্যান্সেলরের নির্দেশনা বারবার পালন করতে ব্যর্থ হন। এ মাসের শুরুতে চ্যান্সেলরের ডাকা উপাচার্যদের জরুরি বৈঠকে যোগ দিতে তাকে ডাকা হয়। কিন্তু তিনি হাজির হননি বা তাঁর অনুপস্থিতির জন্য কোনও সদুত্তর দেননি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গুপ্তর ভূমিকা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। গত ১ মার্চ অধ্যাপকদের একটি সমিতির বৈঠকে যোগ দিতে যাওয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির কাছে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। বিক্ষোভের সময় মন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন এক ছাত্র।
অন্তর্বর্তীকালীন উপাচার্যকে অপসারণ করা হয়েছে। শুরু হয়েছে স্থায়ী উপাচার্য খোঁজার কাজ। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানান এক কর্মকর্তা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct