নিজস্ব প্রতিবেদক, বর্ধমান, আপনজন: ‘বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম’ পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পূর্ব বর্ধমান ডি আই অফিসের দারস্থ হন একাধিক বিষয় নিয়ে ৷ বকেয়া লেট এপ্রুভাল এরিয়ার, লস্ট ইনক্রিমেন্ট এরিয়ার, প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকাদের পে ফিক্সেশন সংক্রান্ত এরিয়ার ও অন্যান্য এরিয়ার এবং পিপিও সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় । সমস্যার সমাধানে সংশ্লিষ্ট আধিকারিক ফোরামের সদস্যদের আশ্বস্ত করেন ৷ সংগঠকদের দাবি আর্থিক বছরে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বকেয়া এরিয়ার এর টাকা পাবেন, কিন্তু ডিএমই থেকে অ্যালটমেন্ট না আসার জন্য বহু শিক্ষক-শিক্ষিকা এ বছরও এরিয়ারের টাকা পাচ্ছেন না এটা খুব দুঃখজনক ঘটনা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct