নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সামনে রাম নবমী, ইদ আছে। শনিবার শ্যামপুর থানায় একটা মামলা রুজু হয়েছে, দুজনের বিরুদ্ধে। কমিউনাল বিষয়। তদন্ত শুরু হয়েছে । উৎসবের মরশুম। দুই কমিউনিটিকে সতর্ক থাকতে হবে। যেন কোনও প্ররোচনায় কেউ পা না দেন। সতর্ক থাকুন। গুজবে কান দেবেন না। শনিবার ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আবেদন জানান রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) জাবেদ শামিম।এডিজি আইনশৃঙ্খলা জাবেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া শনিবার ভবানী ভবনে আসন্ন রামনবমী ও ঈদ উপলক্ষে বিশেষ সাংবাদিক সম্মেলনে মিলিত হন।রাজ্য পুলিশের আইজি দক্ষিণবঙ্গ)সুপ্রতিম সরকার বলেন, ঈদ এবং রাম নবমীর আগে কোনও পরিকল্পনা করা হচ্ছে যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়। পোস্টার লাগানো হচ্ছে। নির্দিষ্ট কেস করা হচ্ছে।
নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। সেই ধারা গুলি হল----১৯৬(১),
২৯৯, ৩৫৩, ৩৫৩(২), ৬১(২) বিএনএস ।মোট ৫ টি ধারায় মামলা রুজু হয়েছে।
পরিচয় এখন বলা সম্ভব নয়। আইসোলেটেড না বড় কোনও পরিকল্পনা ছিল কি না সেটা তদন্ত করে দেখতে হবে। আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ । সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে।সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
মিছিল করার অনেক বিধি নিষেধ আছে। উৎসবের মানে সেটা সেলিব্রেট করা। ঈদ- রাম নবমীতে এক সঙ্গে মিলে মিশে উৎযাপন করা। মালদা জেলার মোথাবাডিতে ১৯ টা মামলা রুজু হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানান। এখনো পর্যন্ত ৬১ গ্রেফতার। এখন পরিস্থিতি স্বাভাবিক মোথা বাড়িতে এমনটাই দাবি করেন রাজ্য পুলিশের আধিকারিকরা। তবে সতর্ক হয়েছে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct