আপনজন ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারা ম্যাচে ৯ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে ৩০ রান করলেও চেন্নাই সুপার কিংস ম্যাচটি হারে ৫০ রানে। ধোনি যে সময় ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল চেন্নাইয়ের। ফলে দল হারের পর তার ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনা চলছেই।
ধোনিকে এমন ম্যাচে কেন এত নিচে নামানো হলো এমন প্রশ্ন প্রায় সবার মনে। যেখানে আরসিবির ছুড়ে দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ছুঁতে হিমশিম খাচ্ছিল চেন্নাই, তখন তো দরকার ছিল এই ধোনিকেই! ম্যাচ শেষে নিজের এত নিচে ব্যাট করার কারণ খোলাসা করেছেন ধোনি। ব্রডকাস্টার জিওহটস্টারের সাথে আলাপকালে ধোনি বলেছেন, ‘গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তা ছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল।
আমাদের দলে জাড্ডু (রবীন্দ্র জাদেজা) দলে ঢোকার দাবিদার ছিল। শিবম দুবে দলে ঢোকার দাবিদার ছিল। সুতরাং আপনি নিশ্চিতভাবেই ওদের একটা সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না, তাই জায়গা আটকাতে চাইনি।’
ধোনি আরো বলেন, ‘ওরা ওদের কাজ যথাযথ করছে। এমনটা নয় যে প্লেয়ারদের প্রোমোট করছেন বলে ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়ছে। সুতরাং সবাই যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে সমস্যা কোথায়। তা ছাড়া এটা আমার ওপর থেকে চাপও কমায়।’
তিনি আরো জানিয়েছেন, ‘ফলে এমনই ছিল চিন্তাধারাটা।
যদি ব্যাটিং ভালো না করত, রান না আসত তাহলে এখানে পরিবর্তন আসতে পারত। তবে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, যেখানে সবারই ভালো হচ্ছে তাহলে কেন (এমন সিদ্ধান্ত নেওয়া হবে) না?’
চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী ৩০ মার্চ, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct