আপনজন ডেস্ক: আইএসএল-এর নকআউট পর্যায়ে, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল বেঙ্গালুরু এফসি এবং সেইসঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেলেন সুনীল ছেত্রীরা। এবার সেমিতে বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ এফসি গোয়া।
উল্লেখ্য, আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির পক্ষে একটা সময় নক-আউট পর্বে যোগ্যতা অর্জন করা নিয়েই রীতিমতো সংশয় তৈরি হয়ে গেছিল। আইএসএল লিগ পর্বে ২৪টি ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থানে শেষ করেছিল মুম্বই।
আর সেই একই সংখ্যক ম্যাচ খেলে তৃতীয় স্থানে শেষ করে বেঙ্গালুরু। তাদের পয়েন্ট ছিল ৩৮। এমনিতে অবশ্য পারফরম্যান্সের নিরিখে দেখতে গেলে অনেকটাই এগিয়েই ছিল বেঙ্গালুরু এফসি। তবে চোটের কারণে, এদিনের ম্যাচে তিরির মতো অভিজ্ঞ ডিফেন্ডার খেলতে পারেননি মুম্বইয়ের হয়ে।
এরপর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এডগার মেন্ডেজ। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল মুম্বই। কিন্তু ব্যর্থ হয় তারা।
ম্যাচের ৬২ মিনিটে রায়ান উইলিয়ামস ফের গোল করেন বেঙ্গালুরুর হয়ে। তবে সেখানেই শেষ নয়। খেলার ৭৬ মিনিটে, সেই সুনীল ছেত্রী এবং ৮৩ মিনিটে জর্জ পেরেরার গোলে সমস্ত আশা শেষ হয়ে যায় মুম্বইয়ের। শেষপর্যন্ত, ৫-০ গোলে মুম্বইকে হারিয়ে আইএসএল-এর সেমিফাইনালে চলে গেল বেঙ্গালুরু এফসি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct