আপনজন ডেস্ক: উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের ধর্মীয় শহর মাইহারের জেলা প্রশাসন ৩০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নয় দিনের নবরাত্রি উৎসবে ডিম, মাছ, মুরগি এবং মাংস সহ সমস্ত আমিষ খাবার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। এদিকে, রাজধানী ভোপাল এবং রাজ্যের সর্বাধিক জনবহুল শহর ইন্দোরসহ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের দুটি প্রধান শহরে আসন্ন পাঁচটি হিন্দু, জৈন, সিন্ধি এবং বৌদ্ধ উৎসব উপলক্ষে মাংসের দোকান বন্ধ থাকবে। উভয় শহরের বিজেপি শাসিত পৌর কর্পোরেশনগুলি গুড়ি পড়ওয়া এবং চৈতি চাঁদ (৩০ মার্চ), রাম নবমী (৬ এপ্রিল), মহাবীর জয়ন্তী (১০ এপ্রিল) এবং বুদ্ধ পূর্ণিমা (১২ মে) পৌরসভা সীমানার মধ্যে মাংসের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে। লাইসেন্স বাতিলসহ কোনো দোকান এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। তবে, ইন্দোরে, যেখানে পৌর কর্পোরেশন পুরো নবরাত্রি শাটডাউনের পরিবর্তে চার দিনের বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, ডানপন্থী হিন্দু রাষ্ট্র সংগঠন (এইচআরএস) শহরব্যাপী মাংসের দোকানগুলিতে নয় দিনের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct