আপনজন ডেস্ক: আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষণের ভিত্তিতে চাঁদ দেখা পুনরায় যাচাই করে। এরপর পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এবং রবিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করে।এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রমের কথা জানায়।
ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। সৌদি আরবে ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ শুরু হবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। সৌদি আরবে রবিবার ঈদ হওয়ায় ভারতে সোমবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা। যদিও রবিবার চাঁদ দেখার উপর নির্ভর করছে ভারতে ঈদ হবে কিনা। অন্যদিকে, বাংলাদেশ ইতিমধ্যে সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct