আপনজন: সরকারি কর্মীদের জন্য সুখবর।আর বেশি দেরি নেই! আগামী মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাবাড়তে চলেছে। চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! পয়লা এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী এই সুবিধা পাবেন। স্বস্তিতে সরকারি কর্মীরা। কেন্দ্রের কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-এর ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশে। রাজ্যের এই সিদ্ধান্তে উপকৃত হবেন, সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-সহশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপক-সহ রাজ্যের সব সরকারি কর্মী। অর্থাৎ ১ এপ্রিলথেকে রাজ্যের কর্মীরা ৩৩ শতাংশ ডিএ পাবেন।কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা বাড়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার।
৪ শতাংশ ডি এ বর্ধিত করায় খুশি কর্মীরা। গত বছর বাজেটের পর আর ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন। এক বছর পর এই ঘোষণা করল রাজ্য সরকার।
এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর মধ্যে ফারাক ৩৫ শতাংশ। বাজেটে অর্থমন্ত্রী ডিএ বৃদ্ধির কথা ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩৫ শতাংশের ফারাকও ধীরে ধীরে কমে আসবে।মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, ‘সবটাই ক্লিয়ার করব আমরা। ফেজ বাই ফেজ হবে। কোনও কিছু তো এক দিনে করা সম্ভব নয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct