আপনজন ডেস্ক: ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে কারাগারে পাঠিয়েছে তুরস্কের একটি আদালত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পথে নেমেছেন দেশটির হাজারো নাগরিক। গত বুধবার থেকে শুরু হয়েছিল অশান্তি। প্রতিবাদ, বিক্ষোভে এখনও উত্তাল তুরস্ক। গত কয়েকদিন ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ-জমায়েতে শামিল হওয়া এবং অশান্তি ছড়ানোর অভিযোগে মোট এক হাজার ১৩৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন দেশ-বিদেশের কমপক্ষে নয়জন সাংবাদিকও। তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা যদিও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ২০১৩ সালের পর থেকে এত বড় আকারের কোনো বিক্ষোভ দেখেনি তুরস্ক। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানায়, তুরস্কের রাজনৈতিক ও সামাজিক কর্মীরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভের এক নতুন রূপ দেখানো হয়েছে। এই বিক্ষোভগুলোতে তুর্কি জনগণ তাদের হাঁড়ি-পাতিল বাজিয়ে, আলো জ্বালিয়ে এবং ‘অধিকার, অধিকার, ন্যায়বিচার’ স্লোগান দিয়ে ইমামোগলুর গ্রেফতারের বিরোধিতা করছেন। তুরস্কের সরকার বিরোধীদের মধ্যে প্রচলিত এই স্লোগানটি ন্যায়বিচার ও অধিকারের দাবি। ইস্তাম্বুল ছাড়াও তুরস্কের আরো বেশ কয়েকটি শহরেও ঐ মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। ইস্তানবুলের মেয়র তথা তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি-র নেতা একরেম ইমামোগুলকে প্রথমে মেয়র পদ থেকে অপসারিত করা হয় বুধবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct