আপনজন ডেস্ক: ভেনিজুয়েলার সরকার বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে রবিবার সরকারি কর্মচারীদের সপ্তাহে মাত্র তিন অর্ধ দিবস কাজ করার নির্দেশ দিয়েছে। খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে।
ভেনেজুয়েলা সরকার রবিবার জানিয়েছে, জলস্তর কমে যাওয়ার ফলে জলবিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়েছে। আজ সোমবার থেকে সরকারি খাতের কর্ম ঘন্টা সাড়ে চার ঘন্টা করে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে।
এ ছাড়া সপ্তাহে তিনদিন কাজ চলবে। নাগরিকদের তাদের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয় করার জন্যও আহ্বান জানানো হয়েছে।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু জরুরি অবস্থা সৃষ্টি হওয়ায় আমরা একটি জলবায়ুগত সমস্যার মুখোমুখি হচ্ছি। আন্দেজ অঞ্চলে বৈদ্যুতিক শক্তি উৎপাদনকারী জলাধারগুলোর জলস্তরকে প্রভাবিত করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct