আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের হেবরনের তেল রুমেইদা এলাকায় এক ফিলিস্তিনি পরিবারের বাড়িঘর দখল করে নিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। পরে ইহুদিরা সেখানে বসতি স্থাপন করেছে।
স্থানীয় একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের সোমবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি পরিবারটি রমজানের ইফতার করার জন্য বাইরে গেলে ওই দখলদারির ঘটনা ঘটে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইফতারের পর ফিলিস্তিনি পরিবারটি বাড়িতে ফিরে আসলে ইসরাইলি সেনারা তাদের বাড়ির কাছাকাছি যেতে বাধা দেয়। এমনকি পুলিশ তাদের অভিযোগ নিতেও অস্বীকার করে।
দখলদার বসতি স্থাপনকারীদের দাবি, তারা বাড়িটি কিনে নিয়েছেন। তবে ফিলিস্তিনি পরিবার তাদের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে সময় এসেছে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার। কিছু মেসিয়ানিক বসতি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct