আসিফ রনি, নবগ্রাম, আপনজন: আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে নবগ্রাম থানার উদ্যোগে সোমবার সম্প্রীতির আবহে এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নবগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উৎসবের দিনে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সরকারি দিকনির্দেশনা তুলে ধরে প্রশাসনের আধিকারিকরা জানান, উৎসব যেন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হয় এবং তাদের সহযোগিতার আহ্বান জানানো হয়। এছাড়া, ঈদের দিনে বেপরোয়া বাইক চালানোর প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত বলেন, “প্রত্যেকটি ধর্মই শান্তির কথা বলে। ইসলাম মানেই শান্তি। আমাদের সবার উচিত একে অপরের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।”
আলোচনা সভার পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে নবগ্রামের সর্বধর্মের মানুষ একসঙ্গে বসে ইফতার করেন। সম্প্রীতির এমন দৃশ্য থানার চত্বরে এক ভিন্ন আবহ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের এসডিপিও, নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহান্ত, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct