নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, আপনজন: ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং ভারতে বিজেপি সরকারের অধীনে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার মুর্শিদাবাদের লালবাগে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এই গণহত্যার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং অবিলম্বে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের দাবি জানিয়েছে।
প্রতিবাদ সভায় রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন,
“ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোক বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—উভয়ই মুসলিমদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ও ফ্যাসিবাদী নীতি গ্রহণ করেছে। এসডিপিআই বরাবরই শোষিতদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থেকে যাবে। ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর একের পর এক হামলা চালিয়ে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করেছে। আর ভারতে বিজেপি সরকার মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন প্রণয়ন ও সাম্প্রদায়িক রাজনীতি করে চলেছে। এসডিপিআই এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি অঞ্চলে আমরা আন্দোলন গড়ে তুলব, যাতে ফ্যাসিবাদী শক্তির অন্যায়ের দাঁতভাঙা জবাব দেওয়া যায়। ফিলিস্তিনের সংগ্রাম শুধু তাদের একার নয়, এটি মানবতার সংগ্রাম।” দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম বলেন,
“ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায়। গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষের রক্ত ঝরছে, অথচ তথাকথিত বিশ্বনেতারা নীরব। ভারতে বিজেপি সরকার এই বর্বরতার বিরোধিতা করা তো দূরের কথা, উল্টো ইসরায়েলকে মৌন সমর্থন করছে। এটি ভারতের ধর্মনিরপেক্ষ নীতির সম্পূর্ণ পরিপন্থী।” তিনি আরও বলেন, “আমরা ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, অবিলম্বে ইসরায়েলের এই নৃশংস গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং ফিলিস্তিনের সংগ্রামী জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানাতে হবে। ভারত কখনো সাম্রাজ্যবাদী শক্তির দাস হতে পারে না।
তিনি আহ্বান করেন সমস্ত গণতান্ত্রিক ও মানবাধিকার সংগঠনকে তারা যেন এই জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং ফিলিস্তিনের সংগ্রামী জনতার পাশে দাঁড়ায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct