নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদিয়ার তেহট্টে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে জয়ী হল সিপিএম। তেহট্টের নাটনা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে রবিবার নির্বাচন হয়। নির্বাচন ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। এই স্বনির্ভর গোষ্ঠীতে মোট আসন ১৫টি। তার মধ্যে এদিন সিপিএম মনোনীত প্রার্থীরা ১১টি আসনে জয়ী হয়।
আর ৩টি আসনে জয়লাভ করে তৃণমূল। বিজেপি মনোনীত এক প্রার্থী জয়লাভ করেন। ফলাফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন সিপিআইএম সমর্থকরা। লাল আবিরে নিজেদের রাঙান।বিজয় মিছিলও বের করেন তাঁরা।মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে এই জয় নিয়ে সিপিএমের তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন,মহিলা এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তাঁরা বুঝেছেন তৃণমূল জিতলে যেভাবে রাজ্যে কাটমানি, দুর্নীতির রাজনীতি করে, এখানেও সেটাই করবে। ফলে স্বনির্ভর গোষ্ঠীর কাজ ব্যাহত হবে। তাই মহিলারা তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন।এলাকার মানুষকে নানাভাবে ভয় দেখানো হয়েছে। কাউকে বলা হয়েছে,লক্ষ্মীর ভান্ডার পাবে না।কাউকে পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। তারপরও মহিলারা বামপন্থীদের জিতিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct