আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: ঈদের সময় বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যাতে যথাযথবাবে বাড়ি ফিরতে পারে তার জন্য ঈদ স্পেশাল ট্রেনের দাবি করলেন ভাঙ্গড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী।
এ বিষয়ে তিনি মঙ্গলবার বিধায়ক সশরীরে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে লিখিত ডেপুটেশন দিলেন।
ডেপুটেশনের পর স্টেশনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এতদিন বিভিন্ন পন্থায় দাবি জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে পত্রিকায় লেখালেখিও হয়েছে তাতে খুব একটা কাজ হয়নি। তাই সরাসরি ডিআরএমকে এই ডেপুটেশন প্রদান যাতে তিনি দ্রতু ব্যববস্থা করতে পারেন।
নওশাদ বলেন, আমিও একাধিক জায়গায়,বিভিন্ন জনসভায় স্পেশাল ট্রেনের দাবি করেছি তারপরেও আজ লিখিত দাবি করলাম। কারণ আমরা জানি আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয় ধর্মীয় উৎসব পালনের জন্য।
এমনকি ইডেন গার্ডেনে খেলার সময়ও স্পেশাল ট্রেন দেওয়া হয় গন্তব্যে পৌঁছানোর জন্য,তাই মুসলিম পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থার জন্য আবেদন করলাম। তাতে করে যেমন শ্রমিকরা উপকৃত হবে ঠিক একইভাবে রেলেরও আয় বাড়বে।
নওশাদের আশা, ডিআরএম মহাশয় নিশ্চয়ই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে ঈদে পরিযায়ী শ্রমিকদের বাড়ির পথকে সুগম করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct