আপনজন ডেস্ক: ব্যাপক বিক্ষোভের মাঝেই তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছেন দেশটির আদালত। দুর্নীতির অভিযোগে রবিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। ইমামোগলুকে আটকের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। ইস্তাম্বুলের মেয়রকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। তবে সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করার দ্বিতীয় অভিযোগে তাকে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ করে দেন আদালত।গত বুধবার ইমামোগলুকে নিজ বাড়িতে আটকের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ২০১৩ সালের পর এই বিক্ষোভকে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। ওই বিক্ষোভে আটজন নিহত হয়েছিলেন।
ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর পর দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সমর্থকদের উদ্দেশে বলেছে, “হতাশার কিছু নেই! লড়াই চালিয়ে যাও।”
এমন সময় ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতার দেখানো হলো, যখন তার দল সিএইচপির প্রাইমারিতে (প্রার্থী বাছাই) ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে দলের প্রার্থী করতে ভোটাভুটি চলছে। দলীয় সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও ভোট দিতে পারছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো একমাত্র রাজনীতিক হিসেবে ইমামোগলুকে বিবেচনা করা হয়। এর আগে অনিয়মের অভিযোগ এনে গত মঙ্গলবার ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় মেয়র ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি বাতিল করে দেশটির সরকার। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগ আনা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct